দৃশ্য-অদৃশ্যের তুমি

মেঘের ডানায় ভর করি, একা একা পথ চলি,  মনে হয় কত চেনা… খুব পরচিতি… সেই গলি। শঙ্খচিল দুটি, কাকাতুয়া বেঁধেছে ঝুটি, শত শত রঙিন প্রজাপতি, সাদা পায়রায় পড়েছে দৃষ্টি, মুষলধারে নেমেছে বৃষ্টি! বলছি শুধু কানে...

স্বপ্ন

তোমার সাথে দেখা হয় না কথাও হয় না আর, তোমার চোখে চোখ রাখিনি হাত রাখিনি তোমার হাতে, তোমার ঠোঁটে ঠোঁট রাখিনি হইনি পাগল চুলের ঘ্রাণে, ভর-জোছনায় শীতের রাতে এক চাদরে গুটিশুটি পেরিয়ে গেছে একটা জীবন।...
error: Content is protected !!