স্বপ্ন

তোমার সাথে দেখা হয় না

কথাও হয় না আর,

তোমার চোখে চোখ রাখিনি

হাত রাখিনি তোমার হাতে,

তোমার ঠোঁটে ঠোঁট রাখিনি

হইনি পাগল চুলের ঘ্রাণে,

ভর-জোছনায় শীতের রাতে

এক চাদরে গুটিশুটি

পেরিয়ে গেছে একটা জীবন।

আমার চোখের তারায় শুধু

জোনাক জ্বলা স্বপন!

আপনার মতামত জানান

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা * চিহ্নিত ঘরে তথ্য দেয়া আবশ্যক।

error: Content is protected !!