কবিতা

স্বপ্ন

তোমার সাথে দেখা হয় না

কথাও হয় না আর,

তোমার চোখে চোখ রাখিনি

হাত রাখিনি তোমার হাতে,

তোমার ঠোঁটে ঠোঁট রাখিনি

হইনি পাগল চুলের ঘ্রাণে,

ভর-জোছনায় শীতের রাতে

এক চাদরে গুটিশুটি

পেরিয়ে গেছে একটা জীবন।

আমার চোখের তারায় শুধু

জোনাক জ্বলা স্বপন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *