তোমার সাথে দেখা হয় না
কথাও হয় না আর,
তোমার চোখে চোখ রাখিনি
হাত রাখিনি তোমার হাতে,
তোমার ঠোঁটে ঠোঁট রাখিনি
হইনি পাগল চুলের ঘ্রাণে,
ভর-জোছনায় শীতের রাতে
এক চাদরে গুটিশুটি
পেরিয়ে গেছে একটা জীবন।
আমার চোখের তারায় শুধু
জোনাক জ্বলা স্বপন!
লেখক, কবি, গল্পকার
তোমার সাথে দেখা হয় না
কথাও হয় না আর,
তোমার চোখে চোখ রাখিনি
হাত রাখিনি তোমার হাতে,
তোমার ঠোঁটে ঠোঁট রাখিনি
হইনি পাগল চুলের ঘ্রাণে,
ভর-জোছনায় শীতের রাতে
এক চাদরে গুটিশুটি
পেরিয়ে গেছে একটা জীবন।
আমার চোখের তারায় শুধু
জোনাক জ্বলা স্বপন!
Leave a Reply