কেউ কেউ আজীবন
মন পায় না,
তবুও কোন এক
আষ্টেপিষ্ঠে জড়িয়ে রয় সে।
তাকে মন কখনও সাড়া দেয় না
নীল বেদনা লুকানো তার বুকে।
কাছে আসার চেস্টা করলেও
তাকে কাছের বলে
কখনও মনেই হয় না।
সেই মানুষ
আবার চলে গেলে দুরে
তার জন্যে কেবলই মন পোড়ে!
আমরা মানুষ সত্যি এমন কেন?
কি এমন রহস্য,
আর গভীর চাওয়া?
আসলে সবই মিথ্যা লোভ, মিথ্যা মোহ,
আর ভাঙ্গাগড়ার খেলা।
যখন বুঝতে পারে মন, চলে যায় বেলা!
মেঘের উপর হয় তার বাড়ি!
সেখানে ইচ্ছে করলেই
কখনও যাওয়া যায় না।
জুলাই ২৯, ২০২১২ইং নীলফামারী।
- সাহিত্য পত্রিকা বাতায়ন এ প্রকাশিত।
Leave a Reply