দৃশ্য-অদৃশ্যের তুমি

মেঘের ডানায় ভর করি,

একা একা পথ চলি, 

মনে হয় কত চেনা…

খুব পরচিতি… সেই গলি।

শঙ্খচিল দুটি, কাকাতুয়া

বেঁধেছে ঝুটি,

শত শত রঙিন প্রজাপতি,

সাদা পায়রায় পড়েছে দৃষ্টি,

মুষলধারে নেমেছে বৃষ্টি!

বলছি শুধু কানে কানে,

তোমার মনের জমিন ভেজাবো

খোলা পায়ে বাইরে নেমে এসো—

নেমে এসো তুমি।

ভালো করে চেয়ে দেখো—

ধুলো মাটির শহরে

কোথাও… ও নেই

কোথাও নেই আজ— এই আমি।

কবিতা’টি কলকাতার অভিজান পাবলিশার্স ও বাংলাদেশের ভাষাচিত্র’র – প্রেমের অণুগল্প ও কবিতা সংকলনে প্রকাশিত।

আপনার মতামত জানান

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা * চিহ্নিত ঘরে তথ্য দেয়া আবশ্যক।

error: Content is protected !!